মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
spot_img

পূজামণ্ডপে ‘ইসলামী সংগীত’: আটক দুজন মাদ্রাসাশিক্ষক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেছেন, চট্টগ্রাম মহানগরের জেএমসেন হলে পূজামণ্ডপে ইসলামী সংগীত গাওয়ার ঘটনায় আটক দুজনই মাদ্রাসাশিক্ষক। তাদের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খোঁজা হচ্ছে। তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা পূজা উদযাপন পরিষদের একজন যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
তিনি বরেন, ওই ঘটনায় যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে এর ভিত্তিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপির এ কর্মকর্তা বলেন, ‘যারা তাদেরকে এ অনুষ্ঠানে ইনভাইট করেছিল, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে যার নাম উঠে এসেছে, তাঁকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা পাইনি। চেষ্টা চালাচ্ছি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য দিনের মতো পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে দর্শনার্থীরা এসছিলেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির কিছু শিল্পী পূজা কমিটির একজন সদস্যের (সজল দত্ত) অনুরোধে পূজামণ্ডপের স্টেজে গান পরিবেশন করেন। তারা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গানের শব্দচয়ন পূজার্থী পূণ্যার্থীর মনে আঘাত হানে। বিষয়টি অতি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।আটক দুজন হলেন, শহীদুল করিম (৪২) ও মো. নুরুল ইসলাম (৩৪)। এর মধ্যে শহীদুল করিম তানজিমুম উম্মা মাদ্রাসা এবং মো. নুরুল ইসলাম দারুল ইরফান মাদ্রাসার শিক্ষক।
উপকমিশনার রইছ উদ্দিন আরো বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে আমন্ত্রণ জানিয়েছিল, পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও তদন্তে আসবে।
এদিকে ‘চট্টগ্রাম জেএম সেন হলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে ইসলামি গান পরিবেশনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রশিবিরের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ওই ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কোনও সম্পৃক্ততা নেই।’
বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম।
বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, একটা বিষয় লক্ষ্য করলাম। চট্টগ্রাম জেএম সেন হল পূজামণ্ডপে কিছু ভাই কিছু গান পরিবেশন করেছেন। যে গানগুলোকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় না বুঝে বা ভুল বুঝে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে চ্যালেঞ্জের সঙ্গে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনও পর্যায়ের জনশক্তি এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমাদের কেউ ওই পূজামণ্ডপে যায়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, ছাত্রশিবির সব সময় বিশ্বাস করে, প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে নিজেদের ধর্ম পালন করবে, এটাকে ছাত্রশিবির সব সময় শ্রদ্ধার সঙ্গে দেখে। দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ছাত্রশিবিরের বিরুদ্ধে এ ধরনের প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না। ছাত্রশিবির এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।
অন্যদিকে পূজামণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে সংগঠনকে সংগীত পরিবেশন করার অনুমতি দেওয়ায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার রাতেই সংগঠনটির সভাপতি আশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মহানগর পূজা পরিষদ কর্তৃক আয়োজিত সংষ্কৃতিক মঞ্চে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামক একটি সংগঠনকে গান করার সুযোগ প্রদান করেন সজল দত্ত। ঐ সংগঠনের ছয় জন যুবক মঞ্চে উঠে বাদ্যযন্ত্রণ ছাড়া উপস্থিত সকল পূজার্থীদের সম্মুখে ইসলামী গান পরিবেশন করে।
এ ঘটনার জন্য সম্পূর্ণভাবে আপনি দায়ী। তাই সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জেএম সেন হলে পূজামণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্যের একসঙ্গে ইসলামি গান পরিবেশন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তারা ওই সংগঠনটিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। যদিও জামায়াত ও শিবির জানিয়েছে, তারা এই গান করার বিষয়ে কিছুই জানে না, গানের দলটিও তাদের কোনও অঙ্গ-সংগঠন নয়।

 

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img