মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের হেঁয়াকো বিটে দুইটি টিনের ঘর এবং আন্ধারমানিক বিটের একটি বাউন্ডারি ওয়াল উচ্ছেদ করা হয়। সোমবার (১৩ অক্টোবর) এই উচ্ছেদ অভিযান চালানো হয়। হেঁয়াকো বিটের করই বাগান এলাকায় প্রায় ১ একর জায়গা এবং আন্দারমানিক এলাকার দক্ষিন হলুদিয়া আন্দার মানিক রাস্তার মাথা নামক এলাকায় প্রায় ১.৫ একর জায়গা উদ্ধার করে বনবিভাগ।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ। করেরহাট বনবিটের রেঞ্জ কর্মকর্তা তারেকুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে শহর রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা, করেরহাট বিটের বিট কর্মকর্তা, হেঁয়াকো বিটের বিট কর্মকর্তা, কয়লা বিটের বিট কর্মকর্তা, আন্ধার মানিক বিটের বিট কর্মকর্তা, বিট কর্মকর্তা দাঁতমারা বিট এবং শহর রেঞ্জ ও করেহাট রেঞ্জের স্টাফদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ ।