নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর সুপারশপগুলোতে এখনো চলছে পলিথিনের ব্যাবহার। তবে সুপারশপ কর্তৃপক্ষের দাবি, তারা নিষেধাজ্ঞার বিষয়ে জানেন না। আবার অনেকে পলিথিনের বিকল্প ব্যাগ পাননি। অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সুপারশপগুলোতে গত ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে বলা হয়।
তবে চলতি মাসের শুরু থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও প্রায় সুপারশপের কেনাবেচায় পলিথিনের ব্যবহার চলছেই। এর মধ্যে বেশ কিছু সুপারশপে পাটের ব্যাগ পৌঁছায়নি। আবার পরিবেশ অধিদপ্তরের দেওয়া ব্যাগ আকারভেদে ১২ থেকে ২০ টাকা খরচায় কিনতে ক্রেতাদের। চট্টগ্রামের স্বপ্ন, খুলশী মার্ট, বাস্কেটসহ বেশ কিছু সুপারশপে কেনাবেচায় পলিথিনের সঙ্গে কাগজের ব্যাগও ব্যবহার করতে দেখা গেছে।
এদিকে বিভিন্ন মুদি দোকানদারদের সঙ্গে কথা হলে তারা জানান, সরকার নিষিদ্ধ করেছে শুনলাম, কিন্তু মানতে কাউকে দেখছি না। সবাই আগের মত পলিথিনে বেচাকেনা করছে। অভিযান করতেও কেউ আসেনি।তবে কয়েকটি সুপারশপ ছাড়া চট্টগ্রামের বেশিরভাগ সুপারশপে পাটের ব্যাগ পৌঁছায়নি। এদিকে পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হলেও সেগুলো ১২ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত দাম দিয়ে ক্রেতাদের কিনতে হচ্ছে।
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট সংলগ্ন এলাকার সুপারশপগুলোতে সরেজমিন দেখা গেছে, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ কিনতে অনীহা প্রকাশ করছেন ক্রেতারা। আল মদিনা সুপারশপের এক কর্মচারী বলেন, আমরা চেষ্টা করছি কিন্তু ক্রেতারা পাটের ব্যাগ কিনতে আগ্রহী না। পলিথিনে পণ্য না দিলে বাজার না করে চলে যাচ্ছেন। এতে আমরা কাস্টমার হারাচ্ছি।
ফ্রান্স সুপারশপের মালিক বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে শুধু জানানো হয়েছে। এরপর এতোদিনেও কোনো কার্যক্রম দেখতে পাইনি। আমাদের জানানো হয়নি কোন ধরনের ব্যাগ ব্যবহার করবো বা কোথা থেকে ব্যাগ সংগ্রহ করবো। উচ্চমহল যদি পরিপূর্ণভাবে আমলে না নেয়, তাহলে পরিবর্তন সম্ভব না।