নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারসহ নানা অপরাধে বুধবার ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।
এছাড়া অভিযানে জামালখান এলাকার পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ‘রাতুল ড্রাগ হাউসকে ১৫ হাজার ও নিউ মনিষা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ উপস্থিত ছিলেন।