নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ শনিবার পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান, চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোহাম্মদ জসিম উদ্দীন,ভাইস-প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মো: হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়া, ট্রাস্টি বোডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, চিকিৎসা অনুষদ,চবি এর ডেপুটি রেজিস্ট্রার এ কে এম মাহফুজুল হক (খোকন) সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।