নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের পর সদস্য পদও বাতিল করা হবে-এমন আশঙ্কায় সোমবার দুপুর ১২টায় এ স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ সময় মানববন্ধনও করেন অ্যাসোসিয়েশনের দেড় শতাধিক সদস্য। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তবে এ সময় জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ খান তা গ্রহণ করেন।
মানববন্ধনে বটতলী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের একজন সাধারণ সদস্য বলেন, আমরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের একটাই দাবি, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপসারণ করা যাবে না। আমরা আজকে মানববন্ধন করছি। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, কেন্দ্রীয় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের নির্দেশ অনুসারে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।
এ বিষয়ে চন্দনাইশ ৫ নং বরমা ইউনিয়নের সদস্য জয়দেব গাঙ্গুলী বলেন, আমরা খবর পেয়েছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর সদস্যদের পদও বাতিল করা হবে। কিন্তু আমরা তৃণমূল পর্যায়ের প্রতিনিধি। সকাল থেকে রাত পর্যন্ত আমরা সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। জনগণের ডাকে আমাদের ঘুম ভাঙে, জনগণের সমস্যা সমাধান করে আমরা ঘুমাতে যাই। তিনি আরও বলেন, এখন নির্বাচিত সরকার নেই। আগে কোনো ঘটনা ঘটলে চেয়ারম্যান-পুলিশরা ছুটে যেতেন। থানা পুলিশ এখন দায়িত্ব পালন করছে না। আমাদেরকেই সমস্যার সমাধান করতে হচ্ছে। এ অবস্থায় আমাদের অপসারণ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে।