চন্দনাইশ প্রতিনিধি: স্বেচ্ছাসেবী অরাজনৈতিক মানবিক সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম এর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মরহুম মগফুর এম আজিজুল হক (হিরো)’র স্মরণে খতমে কোরআন দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ সম্পন্ন হয়েছে।
২০ অক্টোবর সকাল ১০টায় বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে কানাইমাদারী শান্তিরহাট সংগঠনের কার্যালয় থেকে শুরু করে স্থানীয় প্রায় শিক্ষাপ্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসাসহ সাধারণ জনগণের মাঝে সাধারণ জনগণের মাঝে ৪০০টি লেবু,জলপাই,জাম,আমলকি,পেঁপে,পেয়ারা,নিম গাছসহ বাগানবিলাস (লতা ফুল) সমন্বয়ে বনজ,ফলজ ও ঔষধী চারা বিতরণ করা হয়
সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো ফজলুল করিম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা পরিষদের সদস্য আলহাজ্ব আলী আকবর। অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আইয়ুব খান, শিক্ষক মিন্টু কুমার দাশ,সিনিয়র সাংবাদিক সৈয়দ শিবলী ছাদিক কফিল,সাংবাদিক ওমর ফারুক,ওডেব কর্মকর্তা মাহমুদুল হক। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নুর মোহাম্মদ শিপু,সহ সভাপতি আব্দুল আজিজ,আইন বিষয়ক সম্পাদক মো শহিদুল ইসলাম,সিনিয়র সদস্য কামাল হোসেন,তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম সরওয়ারসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ৩ জন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রয়াত এক প্রবাসী পরিবারকে বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।