নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরি বাজারে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযানে ক্রয় বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না রাখার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। তিনি বলেন, বিভিন্ন অভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অপরদিকে মোমিন রোড ও রেয়াজউদ্দিন বাজারে আলাদাভাবে ভোক্তাধিকার চট্টগ্রামের অভিযান চলছে।