লাকাদ কানা লাকুম ফি রাসূলুলাহি ওসোআতুন হাসানা। আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূল সা. কে অনুসরণ করতে হবে। কেবল মসজিদ মাদ্রাসা হজ্জ ওমরায় রাসূলকে মানলেন কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতিতে মানলেন না তবে আপনি পূর্নাঙ্গ মুসলমান হতে পারলেন না। ওরা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক শেয়ারবাজার সহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। দীীর্ঘ দূঃশাসনে বাংলার ১৮ কোটি মানুষকে ওরা অতীষ্ট করে তুলেছিলো, আর ছাত্র জনতার তীব্র আন্দোলনে ওরা বিতাড়িত হয়েছে, বাংলাদেশের জমিনে ওদের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল। মঙ্গলবার (২২অক্টোবর) বিকার ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ঘাট থানার ২৮নং পাঠানটুলী কতৃক আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) সেমিনার ওয়ার্ড সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় হাফেজ মাওলানা আলমগীর বাশার কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আরম্ভ হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন আজকের সেমিনারের সম্মানিত সভাপতি ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড আমীর জনাব কবির আহমেদ।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,
সেমিনারে প্রধান আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ বক্তৃতা মুহাম্মদ মোহছেন আল হোসাইনী,বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানা আমির জনাব মুহাম্মদ ফারুক আজম,সদর ঘাট থানার ভারপ্রাপ্ত আমির জনাব ডাঃ আবদুল মতিন তালুকদার, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন সদর ঘাট থানা সেক্রেটারি জনাব সরওয়ার জাহান সিরাজী, রওশন জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা ইসমাইল হানাফী, থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফজলে এলাহী শাহিন, ৩০আমির জনাব মুহাম্মদ হারুন অর রশিদ, ২৯ আমির জনাব মাওলানা মুহাম্মদ বেলায়েত হোসেন, ক্যপ্টেন ইলিয়াস হোসেন বিশিষ্ট ব্যবসায়ি জনাব মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী,মাওলানা মোহাম্মদ মুছা প্রমুখ।