মীরসরাই প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ (প্রকাচৌক) এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কার্যালয়, লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনটি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান সঞ্চলনায় অত্র কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিন সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক কামাল উদ্দিন, শামসুন নাহার, আব্দুল কাদের, ওমর ফারুক সহ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য বৃন্দ। প্রথমে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ সহ অতিথিবৃন্দ। পরে
প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে কলেজের রজত জয়ন্তী উৎসব সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এরপরে প্রাক্তন পরিষদের লোগো ও রজত জয়ন্তী উৎসবের লোগো উন্মোচন করা হয়। পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা