নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।