নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের কার্যকরী কমিটির এক সভা নগরীর আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিনের লুসাই হলে ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি ও পরিবহন সংক্রান্ত সমস্যার বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিজুল হক, চট্টগ্রাম বিভাগ ট্যাঙ্ক-লরি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, পতেঙ্গা-হালিশহর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর দস্তগীর, চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের অর্থ-সম্পাদক মাস্টার আবুল কাশেম, মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা ও চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাওসিফ সুলতান রাফি।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবদুল মান্নান বলেন, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন বিগত দিনে চট্টগ্রাম তথা বাংলাদেশের পরিবহন মালিকদের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও পরিবহন মালিকদের স্বার্থে ফেডারেশন কাজ করে যাবে।
সভায় উপস্থিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের পরামর্শক্রমে বিগত চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৮ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মান্নানকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্টাক্টর এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেলকে আহবায়ক ও চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত সকল সদস্য এতে সম্মতি প্রদান করেন।