নিজস্ব প্রতিবেদক: সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম’র মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র আয়োজনে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সহযোগিতায় ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের অংশ হিসেবে তরুণ ভোটার শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম’র অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন’র চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক, অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। প্রধান বক্তা ছিলেন সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার দিলীপ কুমার সরকার। সাকিব আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম’র ভাইস প্রিন্সিপাল প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগি অধ্যাপক কাজী মাহতাব উদ্দীন, শিক্ষক ক্লাবের সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, প্রফেসর মোঃ আলমগীর, সমাজকর্মী জামান শাহেদ, সুজন-চট্টগ্রাম জেলা কমিটির কোষাধ্যক্ষ মহিউদ্দিন মুকুল, চট্টগ্রাম’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মাইনুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ মোঃ নাছির উদ্দিন, সংগঠক কাইয়ুমুর রশিদ বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসর মু. সিকান্দার খান বলেন, বাংলাদেশকে প্রকৃত অর্থেই একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠন করতে অপরিহার্য সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীর উপস্থিতি। দেশের জনগণ যদি নাগরিক চেতনাবোধে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রাপ্য অধিকার আদায়ে সোচ্চার হওয়াসহ দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন থাকে, তবে আমাদের কাক্সিক্ষত সমাজের স্বপ্ন পূরণ হতে পারে। ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণ সমাজ আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে যে ভূমিকা রেখেছে তা সমগ্র বিশ্বেই বিরল দৃষ্টান্ত। মেধা, মনন ও মানসিক বিকাশ ও যথাযথ প্রস্তুতির মধ্য দিয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে তরুণদের গড়ে তোলার কোনো বিকল্প নেই। দিলীপ কুমার সরকার বলেন, তরুণদের নাগরিক ও গণতান্ত্রিক চেতনাবোধে জাগ্রত করে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার হওয়াসহ দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করার প্রয়াসে এই গণতন্ত্র অলিম্পিয়াডের আয়োজন। উল্লেখ্য, অলিম্পিয়াডে প্রায় ২৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে বিজয়ী ১০ জনকে পুরষ্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।