নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চট্টগ্রাম এর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রেজওয়ান শাহিদী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও)’র অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. সোমা রানী রায়, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. কাজী তাহমিনা আক্তার, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, জজকোর্টের এডভোকেট মোহাম্মদ আরশাদ হোসেন আসাদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী প্রমূখ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ মেয়র ডা. শাহাদাত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাসপাতালের চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে অবগত করেন। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিচালনায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।