সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
spot_img

আবাসিক হোটেলে নারীর লাশ, স্বামী পরিচয় দেয়া যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় ‘আবাসিক গুলজার’ হোটেলরুম থেকে বিবি কুলসুম নামে এক নারীকে হত্যা ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে আটক করেছে সিএমপি চান্দগাঁও থানা পুলিশ। এর আগে গত ২০ অক্টোবর রাত ৭টা ৪৫ মিনিটের সময় হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী।
চান্দগাঁও থানা পুলিশ জানায়,গত ১৯ অক্টোবর স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি দেখলে জানা যাবে। পরে রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানার পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক বহদ্দারহাট মোড়ের গুলজার হোটেলের ওই রুমে প্রবেশ করে দেখতে পান, বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে হোটেলের সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত খোঁজখবর নিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, নিহত নারীর বিবি কুলসুম (৩৪)। সে বিবাহিত। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মর্জানগরে। তিনি বলেন, ভিকটিমের বাবার করা মামলায় আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। তারপর এরপর সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় আমরা আসামী ফরহাদ হোসেনকে খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করি।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img