নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মো.পারভেছ উদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অলিখাঁ মসজিদ মোড়স্থ মদিনা টাওয়ারে অবস্থিত হোটেল এভালন পার্কের ৫ম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, রাতে গোপন খবরের ভিত্তিতে অলিখাঁ মসজিদ মোড়স্থ মদিনা টাওয়ারে অবস্থিত হোটেল এভালন পার্কের ৫ম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মো.পারভেছ উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৯’শ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।