নিজস্ব প্রতিবেদক: গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ী, ফসলি ক্ষেত, মৎস্য ঘের, গবাদিপশু, স্যানিটারী ল্যাট্রিন, ঘরের আসবাবপত্র সহ সব জায়গায় বন্যায় ক্ষত করে গেছে। বন্যার আঘাতে নিঃস্ব হয়ে যাওয়া এরকম ৭৬ টি পরিবারের পূনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগি সংগঠন উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, পার্ক ও সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার উচমানপুর, ইছাখালী ও ধূম ইউনিয়নে বিনামূল্যে গবাদিপশু বিতরণ (ছাগল,মুরগী), নগদ টাকা, ঘর মেরামত ও দোকানের মালামাল ইত্যাদি বিনামূল্যে বিতরনের কর্মসূচী গ্রহন করা হয়।
এ কর্মসূচীর আওতায় উপকরণ বিতরন উপলক্ষ্যে একটি উপকরণ বিতরন অনুষ্ঠান ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হয়। নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য ড. ভূবন চন্দ্র বিশ্বাস। সাবেক অতিরিক্ত সচিব ও উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মো.নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, বারৈয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, পার্ক এনজিওর প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্না, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটন, ইপসা পরিচালক মোর্শেদ চৌধুরী,নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়ন শিক্ষক খুজিস্তা খানম, সমাজকর্মী রোশনে আরা প্রমুখ।
সভায় বক্তাগন প্রকল্পের উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, এ উপকরণগুলো উপহার বা দান হিসেবে বিতরণ করা হচ্ছেনা, বরং উগ্যোগের পুঁজি হিসেবে বিনিয়োগ করা হচ্ছে। যাতে প্রত্যেক উপকারভোগী একেকজন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। যা পরিবার, সমাজ তথা রাষ্ট্রের জন্য কল্যানকর হয় এবং সমাজের অন্যান্য বেকার জনগোষ্ঠির জন্য অনুকরনীয় মডেল হতে পারে। সভাপতি বলেন,প্রানীসম্পদ কর্মকর্তা গবাদিপশু পালন বিষয়ক যে সকল পরামর্শ দিয়েছেন সেগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। আমরা অনেক কিছু জানি কিন্তু মানিনা ফলে আমরা সফল হতে পারিনা। সঠিক নিয়মকানুন নিজেকে মেনে চলতে হবে, অন্যদেরকে এ বিষয়ে উৎসাহ দিতে হবে এবং যারা মানবেনা তাদেরকে মেনে চলতে বাধ্য করতে হবে। একজন নিয়ম না মানলে তার ঘরে রোগবালাই আসবে এবং সেখান থেকে আশ পাশে সংক্রমিত হবে। এছাড়াও তিনি বাল্যবিবাহ, জন্মনিয়ন্ত্রণ সহ সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে অতিথিবৃন্দ উপকরণগুলো বিতরণ করেন।