মিরসরাই প্রতিনিধি : দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে জোরারগঞ্জ তাজমহল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শেষ হয় মুহুরী প্রজেক্ট সড়কের মুখে।মিছিল শেষে সমাবেশ জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি নুর নবীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইন উদ্দিন, জোরারগঞ্জ থানা বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল গফুর, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান, জামাল উদ্দিন, নাছির উদ্দীন, এডভোকেট আশ্রাফ ছিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা হামিদী বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তিকে নির্বাচিত করতে হবে।
জোরারগঞ্জে শিক্ষা বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার ৮ নং দূর্গাপুর ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন হয়েছে। দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নানের পরিচালনায় এবং ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী।
বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন মাওলানা নুরুল আজম। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল আলীম, পেশাজীবি সম্পাদক হানিফ নিজামী, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুদ্দিন, ইমাম উদ্দিন প্রমুখ।