প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার প্রায় ১১০০ চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘দি গ্রীন ভিশন স্কলারশিপ পরীক্ষা ২০২৪’। আশ-শেফা স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় ‘দি গ্রীন ভিশন লি.’ কর্তৃক শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ধরনের আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
বৃত্তি পরীক্ষার ভেন্যু পরিদর্শনে আসেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল, সাতকানিয়া শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, দি গ্রীন ভিশন লি. এর চেয়ারম্যান ডা. নুরুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল গণি, পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুল আলম, ডিএমডি আজিজুল হক, কেরানীহাট ব্যবসায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন, গ্রীন ভিশন পরিবারের সদস্য ও অন্যান্য অথিতিবৃন্দরা।
উক্ত বৃত্তি পরীক্ষা একযোগে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ভেন্যু-১ (আশ-শেফা স্কুল এন্ড কলেজ) এ প্রধান হিসেবে ছিলেন আশ-শেফা স্কুল এন্ড কলেজ এর সম্মানিত অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ। ভেন্যু-২ (কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা) এ প্রধান হিসেবে ছিলেন আশ-শেফা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শওকতুল ইসলাম এবং ভেন্যু-৩ (দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) এ প্রধান হিসেবে ছিলেন শাহজালাল ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ শওকত উসমান। পরীক্ষার শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আশ-শেফা স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “অগ্রপথিক” এর সদস্যরা।