মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
spot_img

মানহীন কসমেটিক পণ্যের বিরুদ্ধে অভিযানে এক বছরে ৩৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিগত এক বছরে কসমেটিক পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৩৭ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ১টি প্রতিষ্ঠান সিলগালা ও একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার চট্টগ্রামে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এসব কথা বলেন।
তিনি দেশের, পরিবর্তিত অবস্থায় সংস্কারের সাথে তাল মিলিয়ে বিএসটিআই’র সেবার মান বৃদ্ধির বিষয়ে অভিমত ব্যক্ত করেন। আগামী ২০২৫ সালের মার্চের মধ্যেই বিএসটিআই চট্টগ্রামে নব নির্মিত ১০ তলা ভবন চালু এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগিতা সম্পন্ন অত্যাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব স্থাপন করার মাধ্যমে সকল পণ্যের পরীক্ষা চট্টগ্রামে করা হবে বলে জানান।
সভায় ক্যাব, চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন বিএসটিআই চট্টগ্রাম নিয়মিতভাবে এরুপ মতবিনিময় সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি খাদ্যপণ্যের পাশাপাশি অবৈধ ও নিম্নমানের ইলেকট্রিক ও কসমেটিক সামগ্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিএসটিআই’র নবনির্মিত ভবনে প্রধান কার্যালয়ের ন্যায় সকল পণ্যের পরীক্ষণের সুবিধা সৃষ্টির জন্য অনুরোধ জনান। সভায় আগত ছাত্র সমন্বয়কের প্রতিনিধি বাজার সার্ভিল্যান্সের মাধ্যমে ওজন যন্ত্রের ভ্যারিফিকেশ ও বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান।
চট্টগ্রাম বিএসটিআইয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম সভায় আগত স্টেকহোল্ডারসহ অতিথিগণকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সেবা প্রদানে ব্যবসী-শিল্প উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও মতবিনিময় সভায় বিএসটিআই’র পরিচালক (সিএম) মো. নূরুল আমিন, পরিচালক (প্রশাসন) প্রকৌশলী নুরূল ইসলাম, পরিচালক (রসায়ন) গাজী নূরুল ইসলাম, উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img