নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রলীগ নেতা নাম আমিনুল ইসলাম রোহান (২৪)। সোমবার চান্দগাঁও থানা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। তাকে চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরার শাহ আলম কন্ট্রাক্টরের বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জানায় পুলিশ।গ্রেফতার ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রোহান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি ৬নং মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলায় রয়েছে। গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।