মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
spot_img

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নির্দিষ্ট সময়ে দুটি ছাত্রবাস না খোলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
এদিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন জানান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার বিষয়ে আমরা আবেদন পেয়েছি। কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাস খুলে দেওয়ার কথা দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু তিনি কথা রাখেননি। আমাদের কষ্ট দেখছেন না। বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাওয়া-আসায় চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত তালিকা প্রকাশ করে ছাত্রবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img