নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ ১৫ লাখ টাকা জব্দ করা হয়। বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে সিআরবির বয়লার বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানায়নি যৌথবাহিনী।যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের পর জব্দ হওয়া মাদকদ্রব্য ও টাকাসহ আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।