নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার লামা বাজারস্থ পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় একটা অগ্নিকাণ্ডের ম্যাসেজ (বার্তা) আসে রাত ১২ টা ৫ মিনিটের দিকে। আগুনটা সম্ভবত সাড়ে ১১টার দিকে লেগেছিল। সঙ্গে সঙ্গে আমাদের দুটা ইউনিট নির্বাপণের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিভে যাওয়ায় আমাদের টিম গাড়ি ঘুরিয়ে চলে আসে।
স্থানীয় সাখাওয়াত বলেন, শুনেছি, একটি চায়ের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর পাশের আরও দুইটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাসহ ওখানে থাকা সবাই মিলে আগুন নিভিয়ে ফেলে।