মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
spot_img

আইনজীবী হত্যায় আইপিএসপিজে এশিয়ার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলমের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি:চট্টগ্রাম আদালত চত্বরে হামলা ও সংঘর্ষে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃংশংসভাবে কুপিয়ে হত্যা করায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফ্টি পিস এ- জার্টিস (আইপিএসপিজে) এশিয়ার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম মাসুম। তিনি মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন। তিনি বিবৃতিতে এ হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তপূর্বক দোষী ব্যক্তি, ইন্দনদাতা, অর্থ যোগানদাতাদের শনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা বর্তমান সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করে নিরাপত্তা বেস্টনী দিয়ে সুষ্টভাবে সম্পন্ন করেছে। আরও উল্লেখ্য যে, বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দল ও সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এমতাবস্থায় একটি বিশেষ গোষ্টী বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে এবং সরকারের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে বিচার বিভাগ পুরা স্বাধীন এবং বিচারিক কাজে হস্তক্ষেপ করছে না। যারা প্রকৃত অপরাধী শুধু মাত্র তাদেরক আইনের আওতায় আনা হচ্ছে। তাই বাংলাদেশী জাতি হিসেবে এ স্বাধীন ভুখন্ডে কোন ধর্মের, কোন উগ্র গোষ্ঠীকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। অনতিবিলম্বে যারা উগ্র সংগঠনের নামে পরিচিত, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমক স্বরূপ, তাদের নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img