মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
spot_img

আলিফ হত্যায় চসিকের নিরীহ কেউ যাতে গ্রেফতার না হয়-চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্ন কর্মকর্তা-কর্মচারি জড়িত থাকলে তাকে অবশ্যই প্রশাসন গ্রেফতার করার কথা জানান। গ্রেফতারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও জানান তিনি। তবে কোনো নিরীহ কেউ যাতে গ্রেফতার না হয় সে বিষয়েও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চসিক মেয়র।
চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে কি না তা দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। আজ ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড এসেছি। যে ওয়ার্ডে কিছুদিন আগে আমাদের এক আইনজীবীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, চিহ্নিত সন্ত্রাসী যেই হোক; সে যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা-কর্মচারিও হয়ে থাকে তাহলে তাকে প্রশাসন গ্রেফতার করবে। সে বিষয়ে সিটি করর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় হুঁশিয়ারি জানিয়ে মেয়র আরো বলেন, তবে সিটি কর্পোরেশনের নিরীহ কোনো কর্মকর্তা-কর্মচারি যাতে গ্রেফতার না হয়। মেথর পট্টি থেকে যারা সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ করছে, কষ্ট করছে; তারা নির্বিঘ্নে বের হবে, তারা কাজ করবে। চিহ্নিত সন্ত্রাসী আমরা যারা চিনি, যারা দেখেছি; তারা অবশ্যই আইনের আওতায় আসবে।
কাজে গাফিলতি করলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, যারা অনুপস্থিত আছেন এবং যারা কাজে গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। আমরা চাই তারা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সেবা দিবে। আপনারা (রবিবার) দেখেছেন, যারা সচিব আছেন, যারা কাজ করছে না, যাদের বিরুদ্ধে সমস্যা পেয়েছি; একটি আদেশ করে তাদের বদলি করে দিয়েছি। সেখানেও যদি তারা গাফিলতি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের উদ্দেশ্যে শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশন মানুষের সেবা দিতে বদ্ধপরিকর। সিটি করপোরেশনের কর্মকর্তাদের সার্বিকভাবে সহযোগিতা করে এ শহরকে সুন্দর রাখতে কাজ করে যাবেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img