নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম এর কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এম. আহমেদ এন্ড কোং সি.ডি.এ ভবনে এড. আলহাজ্ব বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও এড. মো. আবুল খায়েরের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্য্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬)ঘোষণা করা হয়। এড. আসিফ উদ্দিন আহমেদ চৌধুরীকে সভাপতি ও এড. মজির উদ্দিন আহমেদ-কে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি- এড. গুলজার হোসেন, সহ সভাপতি এড. মো. জাকের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (১) এড. এ.বি.এম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক (২) এড. আবদুল মুকিম, সাংগঠনিক সম্পাদক এড. রিয়াজ উদ্দিন রাজু, সহ সাংগঠনিক সম্পাদক- আখতারুজ্জামান শিমুল (আই.টি.পি), অর্থ সম্পাদক- এড. মো. জামাল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক এড. গাজী শাহিদা বেগম, সহ সাংস্কৃতিক সম্পাদক এড. আফতাব উদ্দিন, দপ্তর সম্পাদক এড. মো. ছানাউল্যাহ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এড. খন্দকার জেসমিন আক্তার ববি, কার্য নির্বাহী সদস্যবৃন্দ এড. মুহাম্মদ মাহবুবুর রহমান, এড. মো. মাসুম চৌধুরী, এড. জসিম উদ্দিন, এড. আকতার হোসেন, এড. রিজওয়ানা সুলতানা (রিয়া), এড. এস.এইচ.এম. কামরুল হুদা, জহির উদ্দিন (আই.টি.পি), এড. আশ্রাফুল ইসলাম, এড. মো. ইকবাল হোসেন, এড. মো. নজরুল ইসলাম (দিদার)।