শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

‘মিরসরাইয়ের সাংবাদিকের উপরে হামলাকারী -হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা’

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিক আশরাফের উপরে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের উপর হামলা করেছেন, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না।
সিনিয়র সাংবাদিক এম মাঈন উদ্দিন ও আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চানলায় মনবিনিময় সভায় বক্তব্য রাখেন সমকালের মীরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ব্লাক আই সম্পাদক আবু সুফিয়ান, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, দেশ বর্তমানের প্রতিনিধি আশরাফ উদ্দিন, লাল সবুজের সম্পাদক নয়ন ধুম, বণিক বার্তার প্রতিনিধি রাজু কমার দে, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, ইত্তেফাকের মো. ইউছুফ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনই চালানো হয় এসব নির্যাতন। আমরা স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেবো না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লেখনি অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিক আশরাফের উপর হামলাকারীদের এবং অন্যান্য সাংবাদিকদের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানিয়েছে।মতবিনিময় সভায় মীরসরাই উপজেলার কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img