সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
spot_img

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ফিরে পাওয়ার আশা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের

নিজস্ব প্রতিবেদক: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে ফিরে আসবে বলে প্রত্যাশা করছি। মঙ্গলবার টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, শুরু থেকে চেয়েছিলাম আইনি প্রক্রিয়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইন্টারভেন করতে। কিন্তু গত ২-৩ দিন আগে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেখানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। অনেক অভিভাবক আমার কাছে এসেছেন, আমার বাসায়ও গেছেন। তারা উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, সবকিছু সিটি কর্পোরেশনের পক্ষে আছে। আমরা আইনকে শ্রদ্ধা করি। যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা ফিরে পাবো। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি৷ মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, কোর্টে একটা নিষেধাজ্ঞা আছে, সেটা ভেকেট করতে একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন আইনের গতিতে চলবে। শিক্ষা মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে দায়িত্ব বুঝিয়ে দেবে। সে পর্যন্ত অপেক্ষা করুন।
মেয়র জানান, ১৯৯২ সালের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় করতে পাঁচ কোটি টাকা জমা দিতে হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় করতে ২০০৩ সালে ৪৭ কোটি টাকা দেয় সিটি কর্পোরেশন। গত ১৬ বছর সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় পরিচালনা করে৷ পরে জোর খাটিয়ে পরিবারতান্ত্রিকতা করে এটা দখল করে নেওয়া হয়েছে। কারও নাম বলতে চাই না, সবাই জানেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের নিজের টাকায় করা জানিয়ে ডা. শাহাদাত আগামীতে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এমন লোকজন দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিচালনা করবো, যারা খুব দক্ষ। আর কোন মাফিয়াচক্র যেন দখলে নিতে না পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দিতে চাই।
যারা প্রিমিয়ার ইউনিভার্সিটি দখলে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মিনিস্ট্রি থেকে আদেশ আসলে ৬-৭ বছর যারা ছিলেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবো। এর আগে আন্দোলনের মুখে গত শুক্রবার রাতে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন পদত্যাগ করেন। পরে রোববার অস্থায়ী নগর ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি চসিকের অধীনে পরিচালনার ঘোষণা দেন মেয়র শাহাদাত হোসেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img