মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
spot_img

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আইপিএসপিজে অগ্রণী ভূমিকা পালন করবে- সৈয়দ মোস্তফা আলম

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফ্টি পিস এণ্ড জার্টিস (আইপিএসপিজে) এশিয়ার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম বলেছেন-বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। জনবহুল এদেশে বিভিন্ন পর্যায়ে অনিয়মের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যার কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে বাংলাদেশের জনগণ প্রত্যাশিত গণতন্ত্র এবং বাক-স্বাধীনতার স্বাদ পায়নি। তাই বাংলাদেশের গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় আগামীতে আইপিএসপিজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন। তিনি গতকাল রাত্রে সংগঠনের স্থায়ী কার্যালয়ে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের বাংলাদেশ চাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার মোঃ আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চাপ্টারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মোঃ আমিন হোসেন খান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা তাহেরা আক্তার শারমীন, প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা এস.এম. কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ মঈনুদ্দীন আহমেদ, রাজিব দাশ, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, অধ্যাপক মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ সাজু প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে মোঃ আবু হাসান বলেন, বাংলাদেশকে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক দেশে পরিণত করার জন্য মানবাধিকার রক্ষার কোন বিকল্প নেই।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img