সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমের সাথে চট্টগ্রাম বাস,মিনিবাস,হিউম্যান হলার, অটোটেম্পু, সিএনজি বেবিট্যাক্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অদ্য ১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের দায়েরকৃত ১১ দফা দাবি নিয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলম। সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ’র উপ পরিচালক সৈয়ফ আইনুল হুদা চৌধুরী, ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের আহবায়ক জাফর আহম্মদ, সদস্য সচিব নজরুল ইসলাম সরকার, শহিদুল ইসলাম শমু, বদিউল আলম মজুমদার (বাদল), মো. আকরাম শেখ, মো কলিম উল্লাহ, এনায়েতুর রহমান, ইউনুছ খান, মোতাহের হোসেন(মোজাহের),আব্দুল ওয়াহাব বাবুল, তানভীর আহম্মেদ, মো নুরুল ইসলাম, মো ছাবের আহম্মেদ (টারজেন), মো সেলিম, মো ফারুক হোসেন, নাজিম উদ্দিন (সাবেক কাউন্সিলর), তরুন দাশ গুপ্ত ভানু, মো বেলায়েত হোসেন, শাহ আলম হাওলাদার, রেজাউল খান, মো সিরাজুদ্দৌলা নিপু, রিটন মহাজন, রুহুল আমিন মাষ্টার, মো হাসমত আলি, মো নাজিম উদ্দিন, শরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মো বেলাল হোসেন, শহিদুল ইসলাম, এজাহার মিয়া, মো হেলাল, ইব্রাহীম (২) প্রমূখ। সভায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ১১ দফার ব্যাপারে বিষয়ে মাতামত পেশ করেন। বিআরটিএ পরিচালক কিছু কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন।


