সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

মানুষের স্বাধীনতা ও ন্যায় বিচার বার বার লঙ্ঘিত হয়েছে- সৈয়দ মোস্তফা আলম

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে আইপিএসপিজে, এশিয়া-বাংলাদেশ-এর উদ্যোগে আলোচনা সভা আইপিএসপিজে-এর কেন্দ্রীয় নেতা এস এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আইপিএসপিজে-এর বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ আমির হোসেন খান, কেন্দ্রীয় নেতা এডভোটেক রাজীব দাশ, মঈন উদ্দীন আহমদ, ইঞ্জিনিয়ার মো. আবু তৈয়ব, অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ প্রমুখ। বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করেছে। এর পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ হিসেবে দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। স্বাধীনতার ৩ বছরের মধ্যেই একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা পর্যায়ক্রমে খর্ব হয়েছে। একইভাবে ২০০৮ সালের পরবর্তী সময় থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে মানবাধিকারকে পদদলিত করে স্বৈরাতান্ত্রিকভাবে দেশের সর্বক্ষেত্র লুণ্ঠন করা হয়েছে। মানুষের স্বাধীনতা ও ন্যায় বিচার বার বার লঙ্ঘিত হয়েছে। তাই আগামীতে যাতে সকল অনিয়ম পরিহার করে সম্পূর্ণ গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষায় সকল পর্যায়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ আহ্বান জানান। সভাপতির বক্তব্যে এস এম কামরুল ইসলাম বলেন, আগামীতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img