শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চট্টগ্রামে জামায়াত আমিরের ইমেজ ক্ষুন্ন করতে তৎপর খোরশেদ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জামায়াত আমির ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর ইমেজ ক্ষুন্ন করতেই তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দীনের উমেজ ক্ষুন্ন করতে তৎপর হয়ে উঠেছে লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম। এরই ধারাবাহিকতায় আরমান উদ্দীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ‘ওলটপালট’ অভিযোগ করেছেনখোরশেদ আলম।
বৃহস্পতিবার দুপুরে নগরের লাভলেইনে মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এসব জানান আবদুল্লাহ মোহাম্মদ আদিল। নগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিন ও তাঁকে জড়িয়ে অভিযোগের প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লোহাগাড়া-সাতকানিয়া আসনের সাবেক এমপি নদভীর ইশারায় বুধবার(২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করা হয়েছে জানিয়ে বলেন, কিছু এজেন্টদের মাধ্যমে মহানগর আমিরের মান ক্ষুণ্ণ করার জন্য ওনার পিএস এর বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছে। আমার খোরশেদের সাথে কথাতো দূরের কথা, দেখাও হয়নি। ওনাদের পাশ দিয়ে হাঁটতে একটু ঊনিশ-বিশ হলেও মামলা দিতো। খোরশেদের কাছে অনুরোধ আমি তার সাথে কথা বলেছি, এমন প্রমাণ থাকলে তিনি প্রকাশ করুক।
সংবাদ সম্মেলনে আদিল বলেন, ব্যবসায়ী খোরশেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকা উদ্ধারে চুক্তি, হাত-পা বেঁধে নির্যাতন কিংবা প্রাণে মারার হুমকির বিষয়ে আমি কিছুই জানি না। গত ৫ আগস্ট তার (খোরশেদ) দোকানপাট লুট এবং আগুন ধরিয়ে হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। কিন্তু গত ৮ জুলাই মহানগর আমিরের পিএস (আরমান) কারামুক্ত হন। কারাগার থেকে কিভাবে তিনি লুটপাটে নেতৃত্ব দিলেন?।
ব্যবসায়ী খোরশেদকে ‘ঠকবাজ’ সম্বোধন করে তিনি বলেন, লোহাগাড়ার সাবেক ওসি ও দুদকের মামলার আসামি শাহজাহানের সাথে তার অবৈধ সম্পদের সম্পর্ক রয়েছে। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে করা হামলায় তার সরাসরি অংশগ্রহণ ছিল। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের করা মানিলন্ডারিংকারীদের তালিকায় লোহাগাড়া থেকে সে এক নম্বরে রয়েছে। খোরশেদ গরীব অসহায় মানুষদের জায়গা-জমি বিভিন্নভাবে জাল-জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
উপজেলার চরম্বা ইউনিয়নের প্রবীণ একজন ইটভাটা ব্যবসায়ীকে তুলে নিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ২৫ লাখ টাকার শেয়ার স্ট্যাম্পে স্বাক্ষর করে ইটভাটা দখলের অভিযোগও করেছেন খোরশেদ আলমের বিরুদ্ধে। তার দাবি—এতে তাকে সাহায্য করে আরেক যুবলীগ নেতা বাদশাহ খালেদ।
এর আগে, বুধবার নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী খোরশেদ আলম। তিনি অভিযোগ করেছিলেন, হাসিনা সরকারের পতনের পর তার দুই প্রতিষ্ঠানে ৩৬ লাখ টাকা লুটপাটের ঘটনা ঘটে। পরে ক্যাশবক্সে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলা করার প্রায় তিনদিন পর ওই ব্যবসায়ীকে দেখা করতে আবদুল্লাহ মোহাম্মদ আদিলের মাধ্যমে ফোন দেন চট্টগ্রাম নগর জামায়াতের আমিরের ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিন। দোকান খুলে ব্যবসা করা এবং লুট করা মালামাল উদ্ধারে ১৫ লাখ টাকার চাঁদা দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেছিলেন, ৮ লাখ টাকা ‘চুক্তি’ হলে পুরো টাকা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে অপহরণ করে বেধড়ক পিটুনি দেওয়া হয়। শুধু তাই নয়, হাত-পা বেঁধে নদীতে ফেলে প্রাণে মারার হুমকিও পান। সবশেষ তাকে মামলায় জড়িয়ে খাটানো হয় জেল। জামিনে বের হলেও এখনো পাচ্ছেন বিভিন্ন হুমকি!
তবে এসব অভিযোগ অস্বীকার করে মহানগর জামায়াতের আমিরের ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিন মুঠোফোনে বলেছিলেন, আমার বিরুদ্ধে অনেকে অনেক জায়গা থেকে ষড়যন্ত্র করছে। আমি চাঁদা দাবি করেছি, আমি চেক নিয়েছি এমন কোনো প্রমাণ থাকলে দেখাতে বলেন। চেক উইথ ড্র ব্যাংক স্টেটমেন্ট দেখাতে বলেন! আমি ৮ আগস্ট জেল থেকে বের হয়েছি।
তিনি বলেন, এখন পর্যন্ত তিনি (খোরশেদ) স্থানীয় শ্রমিক লীগের সভাপতি। অনেকের জমিজমা, দোকানপাট দখলে রেখেছেন। সামনেও দখলে রাখতে চান।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img