রবিবার, আগস্ট ৩১, ২০২৫
spot_img

সিভাসু’র বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের আনুষ্ঠানিক যাত্রা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের হাটহাজারিস্থ রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে অবস্থিত বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে শিক্ষার্থীদের জন্য এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানশেষে নবাগত শিক্ষার্থীরা অতিথিদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করে।
ইতোমধ্যে সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ এবং ফিশারিজ অনুষদে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্যও অনুষদভিত্তিক পৃথক পৃথক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে নবাগত শিক্ষার্থীদের পরীক্ষার বিধিবিধান, প্রক্টরিয়াল রুলস, আবাসিক হলের বিধিবিধান, লাইব্রেরি রুলস, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, ওয়ান হেলথ, ছাত্রকল্যাণ, স্বাস্থ্যসেবা, শরীরচর্চা ইত্যাদি বিষয়াদি সম্পর্কে অবহিত করা হয়। প্রোগ্রামগুলোতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img