মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
spot_img

সিন্ডিকেট করে ‘মামলা বাণিজ্য’, সতর্ক করল পুলিশ

পূর্বকাল ডেস্ক: চট্টগ্রামে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একটি সিন্ডিকেট ‘মামলা বাণিজ্য’ করে টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নজরে পড়েছে নগর পুলিশেরও।সিন্ডিকেটটি মামলা থেকে অব্যাহতি নিয়ে দেওয়া এবং মামলায় আসামি করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন আসামিদের কাছ থেকে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ চক্রের বিষয়ে নগরবাসীকে সতর্ক করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য কোন সম্মানিত নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
এরূপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানা সমূহে সাম্প্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং উক্ত মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img