মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
spot_img

সবজির সরবরাহ বাড়ছে, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর আড়তগুলোতে সবজির সরবরাহ বাড়ায় দাম একেবারে হাতের নাগালে চলে আসছে। কাঁচাবাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সবজির দাম কমার কারণে ক্রেতারাও স্বস্তি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ার কারণে দাম কমছে বলে জানান বিক্রেতারা।
সকাল থেকে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, কাকরল কেজি ৮০ টাকা, বরবটি কেজি ৮০ টাকা, শসা কেজি ৬০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ কেজি ৬০ টাকা, পেঁপে কেজি ৫০ টাকা, নতুন আলু ৫০ টাকা কেজি এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায়। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, সবজির সরবরাহ বেড়েছে। তাই দাম পড়তির দিকে। আশা করি এভাবে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আর বাড়বে না। ক্রেতা আরিফ হোসেন বলেন, সবজির দাম কমছে। এটি আমাদের জন্য সুখবর। কারণ গত দুই মাস আগেও সবজির বাজার লাগামহীন ছিল। অবশেষে দাম নাগালে এসেছে, এতেই আমাদের স্বস্তি।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img