সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
spot_img

সিইপিজেডে ‘ইচ্ছাকৃত গুজব’ ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা-সিএমপি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় ‘ইচ্ছাকৃত গুজব’ ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে তথ্য দিয়েছে সিএমপি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন।
এর আগে গত ২২ জানুয়ারি রাতে সিইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। নির্মাণাধীন একটি ভবনে কয়েকজন শ্রমিককে আটকে রাখার ‘গুজবে’ অস্থিরতা তৈরি হয়েছিল বলে পুলিশ জানায়।
এর প্রেক্ষিতে ডাকা সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপকমিশনার রইছ উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃত গুজব ছড়িয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের ক্ষেপিয়ে তুলে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এর সঙ্গে বহিরাগতরাও যুক্ত হচ্ছে।
সিইপিজেডের ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, গত বুধবার রাতে সিইপিজেডের দুই নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে ভাঙ্গা লোহা খুঁজতে যায় তিন শিশু। এসময় তাদের বেঁধে রেখে জবাই করে খুনের গুজব ছড়িয়ে পড়ে কারখানার শ্রমিকদের মধ্যে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা নির্মাণাধীন ভবনটির পাশাপাশি বেপজা কার্যালয় ভাংচুর করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আইনশৃঙ্খলা বাহিনী ওই তিন শিশুকে বিক্ষোভকারীদের সামনে হাজির করলে পরিস্থিতি শান্ত হয়। হামলায় বেপজার তিন কর্মকর্তা আহত হন।তবে পরদিন বৃহস্পতিবার বিকেলে সিইপিজেডের ভেতরে কিছু শ্রমিক আবারও একই বিষয় নিয়ে বিক্ষোভ করে। সম্মেলনে আনুমানিক ১০ থেকে ১৪ বছর ওই তিন শিশুকেও হাজির করে সিএমপি।
গুজবের বিষয়ে সচেতন থাকার অনুরোধ করে রইছ উদ্দিন বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে এ পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিন শিশুকে নির্মাণাধীন ভবনে আটকে রেখে জবাই করার গুজব ছড়ানো হয়। কারখানার ওপর যাদের জীবিকা নির্ভর করে সে শ্রমিকরা এসব করতে পারে না। দেশ ও রাষ্ট্রবিরোধী মহল সুপরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। দেশের পোশাকখাত অস্থিতিশীল হলে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্থ হবে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img