সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

ডেঙ্গু প্রতিরোধে সেবা সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে। মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে এমএসএফ-এর প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, এমএসএফ-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনা মাচ, বাংলাদেশে এমএসএফ-এর উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক, রেফারেল টিম সুপারভাইজর এস. এম. সিফাত।
বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশকনিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান। ডেঙ্গু হটস্পট শনাক্তকরণে জরিপ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। মেমন হাসপাতালে চালু করা হয়েছেল ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ সেল। চসিক ইতোমধ্যে নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা করছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে।এমএসএফ প্রতিনিধিরা চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চসিককে সহযোগিতার আশ্বাস দেন।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img