নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক উলামা দলের কর্মী সম্মেলন মাওলানা মোহাম্মদ শাহ আলম আলকাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর এলডিপি’র আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম। ওলমাদলের মাওলানা আবুল হায়াত নক্সবন্দী ও মোহাম্মদ করিমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর এলডিপি’র আহবায়ক কমিটির সদস্য দোস মোহাম্মদ, কোতোয়ালি থানার সভাপতি মো.আবু সাঈদ,একরামুল করিম ইমন।শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনামুউদ্দিন এনাম, নুরুল আমিন, মাওলানা আবদুল রহমান আলকাদেরি, মুহাম্মদ মুছা, মাওলানা মোস্তাক, মাওলানা রবিউল হোসেন,সেলিম, আসলাম,মাসুদ, ওলানা দলের জাহেদ, আবু তালেব,মাওলানা ওয়ায়িছ, মো.সোলায়মান করিম প্রমূূখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সাড়া জাগানো রাজনৈতিক দল এলডিপি বাংলাদেশের এক নম্বর নিবন্ধিত দল। সন্ত্রাস ও দুর্নীতমুক্ত, সামাজিক মূল্যবোধের ভিত্তিতে দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ দল। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক ওলামা দলও শক্তিশালী দল, ওলামা দলের কার্যক্রমের মাধ্যমে কর্ণেল অলি আহমদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করে এলডিপিকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সভায় মাওলানা মুহাম্মদ শাহ্ আলম আলকাদেরিকে সভাপতি, মাওলানা মোহাম্মদ আবুল হায়াত নক্সবন্দীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মহানগর ওলামা দলের কমিটি ঘোষণা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম ওম্মাহর কল্যাণ কামনায় মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলন সম্পন্ন হয়।