শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ

মো. জাহেদ উল্লাহ চৌধুরী: চট্টগ্রামে ফের বেড়েছে পেঁয়াজের দাম। কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী থাকার পর ফের দাম বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলেছেন, চাহিদা তুলনামূলক বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। এক সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এদিকে পাইকারিতে দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। নগরের খুচরা বাজারগুলোতে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খোদ সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের দৈনিক বাজার দর অনুযায়ী, গেল এক সপ্তাহে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৯ টাকা বেড়েছে।
প্রতিষ্ঠানটির দৈনিক বিভাগীয় বাজার দর অনুযায়ী, গেল ২৬ জানুয়ারি নগরে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ এবং আমদানি করা পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ পর গতকাল দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ এবং আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
অন্যদিকে পাইকারিতে অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দাম। তবে খুচরায় কেজিতে ৫ টাকা বেড়েছে আমদানি করা রসুনের দাম। খুচরা বাজারে আদা ১৫০ এবং ২৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আমদানি করা বড় রসুন।
ব্যবসায়ীরা জানান, গেল ২৬ জানুয়ারি ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার আমদানি করা ভারতীয় পেঁয়াজ এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এখন আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে খাতুনগঞ্জে।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার-সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, চাহিদা তুলনামূলক বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। দামও সহনীয় পর্যায়ে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img