নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে টমেটোর বাম্পার ফলন হয়েছে। যে কারণে চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় বর্তমান বাজারে দাম একবারেই কমে গেছে। তবে চাষিরা জানাচ্ছেন, খরচ তুলতেই তাদের কষ্ট হয়ে যাবে। মান ভেদে পাইকারে আড়তে কেজিপ্রতি দুই-তিন টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের চৈতন্যগলির পাইকারি কাঁচামালের আড়ত ঘুরে এসব তথ্য জানা গেছে।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে বলছে, গত এক দশকের মধ্যে এবারই টমেটোর পাইকারি ও খুচরা দর সর্বনিম্ন। ২০১৬ সালে গড়ে ১৯.২৩ টাকা থেকে ২৪.১৯ টাকা দামে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, পাইকারিতে ৩ থেকে সর্বোচ্চ ৯ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে টমেটো। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৬ টাকায়। তবে খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি টমেটো ১০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়।
সীতাকুণ্ড থেকে অন্য দিনের মতো রিয়াজউদ্দিন বাজারের আড়তে টমেটো বিক্রি করতে আসেন প্রান্তিক কৃষক মোহাম্মদ মামুন। সেই সঙ্গে লাভের আশায় আশপাশের কয়েকজনের টমেটোও কিনে আনেন তিনি। এর আগেও তার সঙ্গে আলাপের সুবাধে দেখা হওয়া মাত্রই টমেটোর বর্তমান দাম নিয়ে প্রতিক্রিয়ায় বললেন, টমেটোর দাম তো একেবারে পড়ে গেছে ভাই। দুই লাখ টাকা বিক্রির টার্গেট ছিল। তবে বাজারের যে অবস্থা ৭০ হাজার টাকাও বিক্রি করতে পারবো কিনা সন্দেহ। এখন পর্যন্ত ৪০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পেরেছি। মনে হচ্ছে খরচ তুলতেই কষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, হাইব্রিড জাতের বাহুবলী টমেটো ক’দিন আগেও ১৫-১৬ টাকা কেজি বিক্রি করেছি। ভাবছিলাম সামনে হয়তো দাম বাড়বে। কিন্তু এখনতো আরও কমে গেছে। আজ ৫-৬ টাকায় (কেজি) বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ৮ টাকা দর পেয়েছি। আর ছোট সাইজেরটা (শশান জাতের) ২-৩ টাকা কেজি বিক্রি হচ্ছে।
আড়তদার মো. মিজানুর রহমান বলেন, টমেটোর সরবরাহ প্রচুর। দেশের প্রায় সব জায়গা থেকেই আসছে এখন। সংকট নেই দামও অনেক কম। একদম সস্তা।
মো. আউয়াল আরেক আড়তদার ও একই কথা বলেন, সরবরাহ ভালো থাকায় বাজারদর আগের চেয়ে অনেক কম। বিভিন্ন জেলার টমেটো এখন বাজারে। দামও প্রায় সেইম।