পূর্বকাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশের প্রগতিশীল নেতাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ফোরামের জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম উল্লেখ করেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল নোমান জাতীয় সংসদে তিন বার সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। বিএনপির জন্ম লগ্ন থেকে জাতীয়তাবাদী দলকে চট্টগ্রামে শক্তিশালী করার জন্য নিজেকে সাংগঠনিক পর্যায়ে উঁচু মাত্রায় পৌছিয়ে দেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসমান্য ভূমিকা পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এ নেতা। রাজনৈতিক যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি বাংলাদেশের সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কেন্দ্রিক অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা স্বনামধন্য পরিবারের সন্তান এবং দেশপ্রেমিক একজন নেতাকে হারালো। বিবৃতি দাতাদের মধ্যে অন্যান্যরা হলেন-জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সর্দার আবু হেনা বাবলু, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদ, গুলজার হোসেন রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান খুনী, পর্যটন শিল্প বিষয়ক সম্পাদক মিসেস শামীম মোস্তফা, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কামাল, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক লতিফুর রহমান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এরকরামুল হক চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন সবুজ প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল দেশপ্রেমিক নেতা এবং সাহসী সমাজ সংস্কারককে হারালো। তার মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।