চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই আন্দোলনে’ নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক মনিরুল ইসলাম এবং অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন।এছাড়া চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ বিভিন্ন হল ও বিভাগের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।দোয়া মাহফিল শেষে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে চবি ছাত্রদল। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে চবির রেলস্টেশন পর্যন্ত গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।বক্তারা বলেন, ‘বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তির নিন্দা জানান এবং যেকোনো ‘নীলনকশা ও ষড়যন্ত্র’ প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
