শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

মিরসরাইয়ে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা ছাত্রলীগের

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। শনিবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়েছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মহাসড়কে রাখা গাছের গুঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এরপর আরও কয়েকজন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মী নিহত ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) সারা দেশে হরতাল ডেকেছে সংগঠনটি। তারই অংশ হিসেবে রাতের আঁধারে এভাবে সড়ক অবরোধের চেষ্টা হয়।
তবে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে তারা পালিয়ে যায়। এরপর মহাসড়কে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে গাছ ফেলে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’তিনি আরও বলেন, মহাসড়কে নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img