মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
spot_img

বিলে মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকা ডুবে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাপলা বিলে মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান।নিহতরা হলেন- মো. বাইজিদ (২৫) ও মো. মাহিন (১৬)।
বায়েজীদ ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে এবং মাহিন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।
আহত ও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাবেদ বলেন, শুক্রবার সকালে ছোট নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান পাশের শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে ‘টিকটক’ করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এলাকাবাসী এক যুবকের লাশ উদ্ধার করে বিলের কিনারে রেখেছে এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।এছাড়া নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারাও সামান্য আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মাহিন নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।
লিডার সাবেদ আলী বলেন, প্রতি বছরই কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে পানি বাড়লে লাল শাপলায় মনোরম পরিবেশ তৈরি হয়। তাই বিলটি শাপলার বিল নামে পরিচিত। বর্ষার দিনে বিলে ঘুরতে শত শত মানুষ ভিড় জমায়।
এ সময় বিলে ঘুরে বেড়াতে প্রতি ঘণ্টা ১০০ থেকে ২০০ টাকা ভাড়ায় ছোট-বড় নৌকা পাওয়া যায়। কিন্তু অনেকেই নৌকায় উঠে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন ছাড়াই মোবাইলে ভিডিও বা ছবি ধারণে ব্যস্ত হয়ে পড়েন। এতে দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়।
কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img