সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২মাস ৩দিন পর অবশেষে সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ পেয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) এর নাম মিজ ফারিস্তা করিম। গত ২০ মে(সোমবার) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার সাক্ষরিত এক স্বারকমূলে (নং-০৫.৪২.২০০০.০২১.২৮.০০১.২২.১৫০) একটি পত্রে এই তথ্য জানানো হয়।
গত ১৭ মার্চ এসিল্যান্ড আরাফাত সিদ্দিকীর বদলীর পর থেকে শূন্য থাকে এই পদটি। ফলে শত ব্যস্ততার মাঝেও উপজেলা ভূমি সংক্রান্ত কাজ ও প্রশাসনিকসহ ভ্রাম্যমাণ আদালতের কাজ একাই টানতে হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসকেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কাজ সমানতালে চালাতে হয়েছে সাতকানিয়ার নির্বাহী কর্মকতর্রাকে।এদিকে নতুন এসিল্যান্ড মিজ ফারিস্তা করিমকে নিয়োগে সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের সেবার মান আরো এক ধাপ এগিয়ে যাবে বলে সাতকানিয়াবাসী আশা প্রকাশ করেন।
