শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

‘সাইয়ারা’ জুটি! শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেম করছেন

বিনোদন ডেস্ক: বক্স অফিসে সাফল্যের পর তারকা জুটির সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া শোবিজে নতুন কিছু নয়। সিনেমা হিট হলেই জুটিদের নিয়ে শোনা যায় প্রেমের গুঞ্জন। সেটা ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা হোক বা সিদ্ধার্থ-কিয়ারা, পর্দার রোমান্সের ফাঁকে কখন যে তা বাস্তবে রূপ নিয়ে নেয় তা বলা দায়। এবার চমকপ্রদ খবর, ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি বাস্তবেও জমে ক্ষীর।
আর সেই জল্পনাযজ্ঞেই ঘৃতাহূতি দিল সোশ্যালে ভাইরাল হওয়া এক ভিডিও।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পর্দার প্রেমিক আহান পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি আহানও উপস্থিত ছিলেন। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বের হতে দেখা যায়।
তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, আহান তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি।
তারকাদের ওপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতস কাচ থাকে।অতঃপর আহান-অনীতের এহেন ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।
প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। ছবিতে আহানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।
প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে। ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছে এই ছবি। বক্স অফিসেও সম্প্রতি ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘সাইয়ারা’। এবার সেটা চলতি বছর ৬০১ কোটির ব্যবসা করা ‘ছাবা’র রেকর্ড টপকে শীর্ষস্থানে পৌঁছাতে পারে কিনা সেটাই এখন দেখার।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img