সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

পটিয়ায় ব্যাংকে লেনদেন বন্ধ: চাকরিচ্যুতদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘চাকরিচ্যুত ব্যাংক ফোরাম’ এর উদ্যোগে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের পর তারা সড়কে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন। এসময় পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের মূল ফটকে ব্যানার ও তালা ঝুলিয়ে দেন।
ফলে গ্রাহকরা ব্যাংকে প্রবেশ করতে পারেননি, বন্ধ হয়ে যায় প্রায় ২০টি ব্যাংকের লেনদেন।চাকরিচ্যুতরা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা পটিয়া থানার মোড়ে গিয়ে বিক্ষোভ করেন। এসময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান এবং পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান।
চাকরিচ্যুতরা অভিযোগ করেন, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই পটিয়া উপজেলার বাসিন্দা। দ্রুত পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে তারা কঠোর কর্মসূচি দেবেন।
আন্দোলনকারী মফিজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। পটিয়ায় সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে, বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলবে।জনতা ব্যাংকের পটিয়া শাখার ম্যানেজার নাজিম উদ্দিন জানান, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ ছিল। তাই রোববার গ্রাহকরা ব্যাংকে আসছেন। আন্দোলনের কারণে তাদের ফিরে যেতে হচ্ছে। পটিয়া থানার ওসি মো. নূরুজ্জামান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img