মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দাশপাড়া ও রামমন্ডল সড়ক সংলগ্ন খালের পুনর্খনন কাজ শুরু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে এ কাজের উদ্বোধন করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ, উপজেলা ক্ষুদ্রসেচ ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী জাহেদ হাসানসহ অনেকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মো. আশরাফ উদ্দিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের স্বপ্ন পূরণের অংশ হিসেবে এই খাল পুনর্খনন করা হচ্ছে। এতে কৃষকরা সারা বছর সেচের সুবিধা পাবেন, বর্ষায় জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।’স্থানীয় কৃষকরা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে সেচ ও পানির নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়েছিল। পুনর্খননের ফলে শত শত একর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে এবং চাষাবাদে উন্নতি হবে।
বিএডিসি সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ জানান, খালটির প্রস্থ ও গভীরতা বৃদ্ধি করে পানি সংরক্ষণ ও প্রবাহ স্বাভাবিক রাখা হবে। পাশাপাশি মিরসরাইয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ খাল ও জলাশয়ও ধাপে ধাপে সংস্কার করা হবে।