উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ হাসেম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে রেজুখালের লম্বরী মোহনা এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ হাসেম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার বাসিন্দা এবং আবদুল আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসেম ও তার চাচা আবুল হাছিম (৫২) রেজুখালের লম্বরী মোহনাতে মাছ ধরার জন্য নেমেছিলেন। এ সময় হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান হাসেম। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হলেও আর জ্ঞান ফিরে আসেনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
